আজ সন্ধ্যায় গোটা দেশ জুড়ে পালিত হবে আলোর উৎসব দিওয়ালি একই একই তিথিতে বাংলা, অসম এবং ভারতের অন্যান্য কিছু জায়গায় পালিত হবে কালীপুজো তবে দীপাবলি বা দিওয়ালি গোটা ভারতেই পালিত হয়। দিওয়ালিতে লক্ষ্মীপুজো করা হয়। কোথাও কোথাও আবার লক্ষ্মী-গণেশ একত্রে পূজিত হন। বিশুদ্ধ পঞ্জিকা মতে ২০ অক্টোবর দুপুর ৩টে ৪৫ মিনিটে অমাবস্যা তিথি শুরু হচ্ছে। শেষ হবে ২১ অক্টোবর বিকেল ৫টা ৫৪ মিনিটে।অন্য দিকে গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ২০ অক্টোবর দুপুর ২টো ৫৭ মিনিটে অমাবস্যা শুরু হচ্ছে, শেষ হচ্ছে ২১ অক্টোবর বিকেল ৪টে ২৬ মিনিটে।অমাবস্যার নিশিকালের তিথি বা কালীপুজোর সেরা সময় হল ২০ অক্টোবর রাত ১১টা ৪১ মিনিট থেকে ২১ অক্টোবর রাত ১২টা ৩১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা যে দিন সন্ধ্যার সময় পায় বা প্রদোষকাল পায় সেই সময়ই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়। অর্থাৎ এই পুজোও শুরু হবে আজ বিকালেই। তাই বাড়িতে বসেই সকলকে পাঠিয়ে দিন কালীপুজোর শুভেচ্ছা বার্তা-

