Janmashtami 2021 Wishes in Bengali: হিন্দু মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন দেশজুড়ে জন্মাষ্টমী (Janmashtami 2021) পালিত হয়৷ স্থান কাল ভেদে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত৷ কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তীও বলা হয়ে থাকে৷ মথুরা বৃন্দাবনে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপিত হয় ধুমধামের সঙ্গে৷ দেশবিদেশ থেকে বহু পুণ্যার্থী এসময় কৃষ্ণধামে ভিড় করেন৷ এককথায় কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে মেতে থাকে সমগ্র উত্তর ভারত৷ যদিও দেশজুড়ে যথেষ্ট সমারোহের সঙ্গে শ্রীকৃষ্ণের আবির্ভাব দিবসটি পালিত হয়৷
এই উৎসবের দিন লাড্ডু, নাড়ু, মালপোয়া, তালের বড়া বানিয়ে ভগবান শ্রী কৃষ্ণকে নিবেদন করা হয়। করোনাকালে লোকসমাগমে ছেদ পড়লেও গৃহস্থের ঘরে শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপনে কোনও ভাটা পড়েনি৷ জন্মাষ্টমী উপলক্ষে লেটেস্টলি বাংলা (LatestLY Bangla) নিয়ে এসেছে শুভেচ্ছাপত্র। আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয়স্বজনদের সঙ্গে এই শুভেচ্ছাপত্র গুলি শেয়ার করুন।
Messages: শুভ জন্মাষ্টমী ২০২১
Messages: শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা
Messages: শুভ জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা