বাঙালির বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে অন্যতম হল জামাইষষ্ঠী। জামাইষষ্ঠী হল বিশেষ ভাবে শাশুড়ি মা ও জামাইয়ের উত্সব। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে জামাইষষ্ঠী হিসেবে পালন করা হয়। আজ সেই শুভদিন, এই দিন খুব সহজেই সুন্দর মেসেজের মাধ্যমে নিজের শ্বশুর শাশুড়ির মন জয় করতে পারবেন। রইল লেটেস্টলি বাংলার জামাই ষষ্ঠীর শুভেচ্ছা বার্তা-
