শরৎশেষে যখন চারিদিকে আলো, আনন্দ আর ভক্তির আবহ ছড়িয়ে পড়ে, তখন বাংলার মাটিতে শুরু হয় দেবী জগদ্ধাত্রীর আরাধনা। দেবী দুর্গারই এক রূপ, মা জগদ্ধাত্রী শক্তি, ধৈর্য ও সাহসের প্রতীক। চন্দননগর, কৃষ্ণনগর, বেলুড় কিংবা কলকাতার অলিগলি—সবখানেই আলোকসজ্জা, ধূপ-ধুনো আর ভক্তির গান মিলে সৃষ্টি করে এক স্বর্গীয় পরিবেশ।এই উৎসব শুধু পূজার নয়, এটি মানুষের হৃদয়ে আলোর ও আশার বার্তা পৌঁছে দেওয়ার সময়। তাই প্রিয়জনদের পাঠানো জগদ্ধাত্রী পূজার শুভেচ্ছা ও বার্তাগুলো গুরুত্বপূর্ণ—সেগুলি কেবল উৎসবের আনন্দ ভাগ করে না, ভক্তি, ভালোবাসা ও ইতিবাচক শক্তির সেতুবন্ধনও গড়ে তোলে হৃদয় থেকে হৃদয়ে।
আজ মহা নবমী তিথিতে তাই পাঠিয়ে দিন জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা বার্তা-

মাগো তুমি জগৎ ধাত্রী, তোমার চরণে জানাই প্রণাম।
আপনার জীবনের সব অন্ধকার দূর করে মা আলোর দিশা দেখান। শুভ হোক জগদ্ধাত্রী পুজো
আপনার প্রতি রইল জগদ্ধাত্রী পুজোর আন্তরিক শুভকামনা, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে কাটুক এই পবিত্র দিন।
আসুন, আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি। জয় মা জগদ্ধাত্রী।