জগদ্ধাত্রী পুজো এক ঐতিহ্যবাহী উৎসব। দুর্গাপূজার রেশ কাটতে না কাটতেই বাঙালি, বিশেষত পশ্চিমবঙ্গের হুগলী ও নদীয়া জেলার মানুষেরা মেতে ওঠেন আর এক মহিমান্বিত শক্তি আরাধনায়— জগদ্ধাত্রী পুজো। বাংলা কার্তিক মাসে শুক্লা নবমী তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়। দেবী জগদ্ধাত্রী হলেন জগতের ধাত্রী অর্থাৎ সমগ্র বিশ্বের পালক, যিনি দেবীর আরেক রূপ এবং করীন্দ্রাসুর নামক অসুরকে বধ করেছিলেন। এই পুজোর প্রধান আকর্ষণ হল চন্দননগর ও কৃষ্ণনগর-এর জাঁকজমকপূর্ণ উদযাপন। বিশেষ করে চন্দননগরের চোখ ধাঁধানো, বৈচিত্র্যময় আলোর সাজ বিশ্ববিখ্যাত।

ঘরে বসেই সেই উৎসবের আনন্দ উপভোগ করুন এবং আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে পাঠিয়ে দিন শুভেচ্ছা বার্তা-