Jagaddhatri Pujo 2025 (Photo Credit: X@abasu4ever)

জগদ্ধাত্রী পুজো মানেই চন্দননগর, আর চন্দননগর মানেই এক মায়াবী আলোর বুনন। হুগলির এই প্রাচীন ফরাসি উপনিবেশটি এখন যেন আবেগের রঙে রাঙা। রেল, সড়ক, নদীপথে রাজ্যের নানা প্রান্ত থেকে দর্শনার্থীদের ঢল নেমেছে, কার্যত জনস্রোত। শহর জুড়ে এখন উৎসবের উত্তেজনা, লক্ষ লক্ষ মানুষের আগমন।

এক এক পাড়ায় এক এক রকম সাজে সেজে উঠেছে মণ্ডপ, প্রতিমা। আজ ঘরে বসেই দেখে নিন চন্দননগরের বিভিন্ন পুজোর এক ঝলক-

সাবিনারা সর্বজনীন জগদ্ধাত্রী পূজা-

বুড়ি মা, মেজো মা এবং ছোট মা-

গন্দলপাড়া মনশাতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি-