১৫ আগস্ট ভারতের জন্য বিশেষ দিন। স্কুল থেকে কর্মক্ষেত্র এবং দেশের প্রতিটি কোণে প্রতি বছর এই দিনে পালন করা হয় স্বাধীনতা দিবস। বহু দিন আগের থেকে গোটা দেশে শুরু হয়ে যায় এই দিনটি পালন করার প্রস্তুতি। দেশবাসীরা মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদানকে স্বীকৃতি এবং সম্মান জানায় এই দিনে। সাধারণত ত্রিবর্ণের পতাকা উত্তোলন, দেশাত্মবোধক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে পালন করা হয় ভারতের স্বাধীনতা দিবস।

২০২৪ সালে ভারত তার ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করবে, কারণ ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ। যেহেতু অনুষ্ঠানের এক বছর পর পালন করা হয় প্রথম বার্ষিকী, তাই এটিকে বলা যেতে পারে স্বাধীনতার ৭৭ তম বার্ষিকী। এর অর্থ হল ২০২৪ সালের ১৫ আগস্ট ভারত পালন করবে ৭৮ তম স্বাধীনতা দিবস এবং ৭৭ তম স্বাধীনতা দিবস বার্ষিকী। ১৫ আগস্ট ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে ৯ আগস্ট থেকে শুরু হয়ে গিয়েছে 'হর ঘর তিরাঙ্গা' প্রচারণার তৃতীয় সংস্করণ।

১৫ আগস্ট ১৯৪৭- এই তারিখটি প্রত্যেক ভারতীয়র জন্য খুবই বিশেষ। ইতিহাসের সোনালী পাতায় লিপিবদ্ধ রয়েছে এই দিনটি। দীর্ঘ সংগ্রামের পর এই দিনে ভারত স্বাধীনতা অর্জন করে স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে। প্রতি বছরের মতো এই বছর ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুল, কলেজ থেকে অফিস এবং ভারতের প্রতিটি পাড়া ও কলোনিতে পালন করা হয় স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসকে বিশেষ করে তুলতে গোটা দেশে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠানের। নাচ, গান ও বক্তৃতার মাধ্যমে এই দিনে দেশপ্রেম তুলে ধরে দেশবাসীরা।