Happy Valentine’s Day 2022 Wishes In Bengali: আজ ভালবাসা দিবস ( Happy Valentine’s Day 2022)। প্রেমের সাগরে ডুব দেওয়ার আগে এদিনের নেপথ্য কাহিনীর দিকে চোখ রাখি।যে কাহিনীর দুই মুখ্য চরিত্র অত্যাচারী রোমান সম্রাট দ্বিতীয় ক্লাডিয়াস এবং পাদ্রি ও চিকিৎসক সেন্ট ভ্যালেন্টাইন। ২৪৭ খ্রীষ্ট পূর্বাব্দে সম্রাট ক্লাডিয়াস রোমানবাসীকে ১২জন দেব-দেবীর আরাধনা করার নির্দেশ দেন। সেসময় খ্রীষ্ট ধর্ম প্রচারের উপর জারি ছিল নিষেধাজ্ঞা। কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন ছিলেন মনে প্রাণে খ্রিষ্টান। মৃত্যুর ভয়েও ধর্ম পালনে তিনি পিছপা হননি। অবশেষে যা হওয়ার তাই-ই হল, সম্রাট ক্লাডিয়াস তাঁকে কারাগারে বন্দি করলেন।
১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনের মৃত্যু কার্যকর হয়। ১৩ ফেব্রুয়ারি জুলিয়াকে একটি চিঠি লেখেন, যার শেষে লেখা ছিল "ফ্রম ইওর ভ্যালেন্টাইন"। এরপরই ৪৯৬ খ্রীষ্টপূর্বাব্দে পোপ প্রথম জেলাসিউস ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন। এদিনে আপনার ভ্যালেন্টাইনকে শুভেচ্ছা জানাতে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা পত্র।