অন্যান্য সমস্ত উৎসবের মতোই নববর্ষ মানেই প্রিয় বন্ধু, প্রিয় মানুষকে পাঠিয়ে দেওয়া একটুকরো শুভেচ্ছা বার্তা। নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর নতুন বছরের প্রথম দিন মানেই উদযাপন। নতুন বছরকে স্বাগত জানানোর পাশাপাশি প্রিয়জনকে মেসেজ পাঠান অনেকেই। প্রিয়জনদের এবার আর পুরনো একঘেয়ে শুভেচ্ছাবার্তা পাঠাতে হবে না। নতুন ও সেরা শুভেচ্ছাবার্তা অগ্রিম পাঠিয়ে তাঁর বছরের প্রথম দিনটা মনে রাখার মতো করে তুলুন। ২০২৫ সালের সেরা কিছু শুভেচ্ছাবার্তা সাজিয়ে দেওয়া হল আপনার জন্য। রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছা বার্তার ডালি-