Photo Credit_Latestlymedia.com

নবরাত্রির উন্মেষের সঙ্গে সঙ্গে বাঙালির বৃহত্তম উৎসব দুর্গাপুজোর আয়োজনও প্রায় সম্পূর্ণ। অতিমারীর প্রকোপ পেরিয়ে সেই হারিয়ে যাওয়া পুজোর আনন্দ ফিরে পেতে মরিয়া আপামর দেশবাসী। তবে দূরের আত্মীয় স্বজনদের পুজোর শুভেচ্ছা জানাতে কোনও বাধা নেই। মেসেজ, হোয়াটসঅ্যাপ, ভিডিও কলের মাধ্যমে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিতেই পারেন বিশ্বের যে কোনও প্রান্তে। নবরাত্রি(Navratri 2022)র প্রাক মুহুর্তে আজ লেটেস্টলি বাংলার(Latestly Bangla) তরফ থেকে রইল অনলাইন শুভেচ্ছা বার্তা। এবার শুধু পছন্দসই বার্তাটি বেছে পাঠিয়ে দিন কাছের মানুষদের।

Photo Credit_Lateslymedia.com
Photo Credit_Lateslymedia.com
Photo Credit_Lateslymedia.com
Photo Credit_Lateslymedia.com
Photo Credit_Lateslymedia.com