সূর্যের দক্ষিণায়ন শেষ। এবার উত্তরায়ন শুরু। অর্থাৎ শীতের শেষের সূচনা। এবার বেলা বাড়বে। বাড়বে উষ্ণতাও। আর এই দিনটিই সারা দেশ জুড়ে পালন করা হবে মকর সংক্রান্তি হিসাবে। যদিও দেশের এক এক প্রান্তে এই দিনটিতে এক এক ধরনের অনুষ্ঠান পালন করা হয়। তবু বিষয়টি একই— এটি শস্য গোলায় তোলার উৎসবের দিন।বাঙালিরা যেমন এই দিনকে পৌষ পার্বণ হিসাবে পালন করেন, তেমন অসমে এটি বিহুর দিন। পঞ্জাবে আবার এই দিনেই পালন করা হয় লোরি, তামিলনাড়ুতে পোঙ্গল।

এমন একটি উৎসবের দিনে প্রিয়জনকে শুভেচ্ছাবার্তা পাঠাবেন না ? আপনার মুশকিল আসান করতে লেটেস্টলি বাংলা নিয়ে এসেছে বাংলায় মকর সংক্রান্তির শুভেচ্ছা বার্তা।

Makar Sangkranti Wishes in Bengali