Photo Credit_Latestlymedia.com

হিন্দু ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে জন্মগ্রহণ করেন। পঞ্জিকা অনুসারে, ১৮ অগস্ট রাত ৯.২০ মিনিটে পড়ছে জন্মাষ্টমী তিথি। আর তা চলবে আজ ১৯ অগস্ট রাত ১০টা ৫৯ মিনিটে। তাই এবছর জন্মাষ্টমী তিথিতে কৃষ্ণের আরাধনায় যেমন বিশেষ নজর দেবেন পুজোর নিয়ম-আচারে তেমনি এবছর এই দিনটি কাটান আনন্দের সঙ্গে। বিশেষ ভাবে সাজান ঠাকুর ঘর, তৈরি করুন ভোগ প্রসাদ। তেমনই সকলকে পাঠান শুভেচ্ছা।

লেটেস্টলি বাংলা (Latestly Bangla) নিয়ে এসেছে  জন্মাষ্টমীর শুভেচ্ছা বার্তা । অষ্টমীর পুণ্য তিথিতে বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন সেই শুভেচ্ছা বার্তা

Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com
Photo Credit_Latestlymedia.com