Happy Diwali 2020 Wishes In Bengali: শুভ দীপাবলির শুভেচ্ছা জানান এই শুভেচ্ছাপত্রগুলি শেয়ার করে, আলোর উৎসবকে করে তুলুন আনন্দময়
(File Photo)

দীপাবলি বা দিওয়ালি হল আলোর উৎসব। মূলত অন্ধকারের সঙ্গে আলোর লড়াইয়ের এক সূক্ষ্ম বার্তা রয়েছে এই উৎসব ঘিরে। সারা দেশজুড়ে এই আলোর উৎসব পালন করা হয়। ভারতের চারপ্রান্তে চাররকমভাবে দীপাবলি পালন করা হয়। আলোর উজ্জ্বলতার মধ্য দিয়ে অন্ধকারের কালোকে ঘুচিয়ে শুভ সময়ের আগমনের আকাঙ্খায় পালিত হয় এই উৎসব।

দীপাবলির (Diwali) এই শুভ দিনে 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla) আপনাদের জন্য সাজিয়ে এনেছে শুভেচ্ছা-পত্র (Wish Card)। আপনার কাছের মানুষ থেকে শুরু করে বন্ধু বান্ধব সকলকে পাঠিয়ে দিন এই সমস্ত শুভেচ্ছা বার্তা (Wish Messege)। আর ভাগ করে নিন মনের কোণে সাজিয়ে রাখা অনুভূতি (Emotion)। দীপালিকার আলোয় দূর হয়ে যাক আপনার জীবনের যাবতীয় অন্ধকার। আলোয় ভরে উঠুক চলার পথ।

(File Photo)
(File Photo)
(File Photo)
শুভ দীপাবলি (File Photo)
(File Photo)
(File Photo)
শুভ দীপাবলির শুভেচ্ছা (File Photo)

সমস্ত কু এর বিনাশ ঘটে সমস্ত সু এর দ্বারা, আর এই সময়েই আমরা আমাদের কাছের মানুষ, বন্ধু, পরিবার সবাইকে একসাথে চাই। সবাইকে এই উৎসবের শুভেচ্ছা জানাই। এমনিতেই মানুষের জীবনে আনন্দ বা দুঃখ কোনওটাই চিরস্থায়ী নয়। এই আনন্দ দুঃখের যাওয়াআসার মধ্যেই মিশে থাকে আলোক বর্তিকা। সেই আলোই দূর করে দেয় অন্ধকারের গহীন পথ। অমানিশার অন্ধকার কেটে দীপাবলি (Deepavali) আসে।