Happy Children's Day 2021 Wishes In Bengali: আজ শিশু দিবস। ছোটরাও যে কখনও ক্ষুদে বুদ্ধির ধার দিয়ে বড় কোনও সমস্যার সমাধান করতে পারে তা আমরা অনেক ক্ষেত্রে মানি না। তবে এটা ঘটে, ক্ষুদেদের বুদ্ধি বৃত্তি বাড়ির বড়দের তুলনায় কোনও অংশে কম নয়। বরং স্বাধীনবাবে চিন্তা করার ক্ষমতা তাদের অনেকটাই বেশি। তাই সময় স্থানভেদে ছোটদের পরামর্শ শুনুন। শুরুতেই তাদের থামিয়ে দেবেন না। এই ঘটনায় শিশুদের মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। যা আগামীর জন্য সুখকর নয়। তাই তো চাচা নেহরু সবসময় চাইতেন শিশুদের আদর যত্নে গড়ে তুলতে। আগলে রাখার পাশাপাশি এটিও খুব প্রয়োজনীয় একটি বিষয়। ক্ষুদে সদস্যরা ছাড়াও আমাদের প্রত্যেকের ভিতরে একটা শিশু বাস করে। আজ শিশু দিবসে তাই সবাইকে শুভেচ্ছা জানান। সমাজের বিজাতীয় অর্গল খুলে মনের শিশুরা প্রস্ফুটিত হোক। LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা রইল হাতের কাছেই।
Messages: শিশু দিবসের শুভেচ্ছা
Messages: "শিশুরা বাগানের কুঁড়ির মতো।
খুব যত্ন সহকারে ওদের দেখভাল করতে হয়।"
Messages: শুভ শিশু দিবস