Hajj (Photo Credit: Twitter)

২০২৫ সালের হজযাত্রার সাফল্যের পর শুরু হয়ে গেল ২০২৬ সালের হজযাত্রার প্রস্তুতি। গত সপ্তাহে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ( Kiren Rijiju) ২০২৫ সালের হজ পর্যালোচনা সভাতে বলেছিলেন যে সরকার এক সপ্তাহের মধ্যে ২০২৬ সালের হজের আবেদনপত্র গ্রহণ শুরু করবে। সেই ঘোষণামত গতকাল একটি বিজ্ঞপ্তি জারি করে ২০২৬ সালের হজযাত্রার আবেদনের পোর্টাল খুলে দিল কেন্দ্র। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের অধীনে ভারতের হজ কমিটি, ২০২৬ সালের হজের জন্য আবেদনপত্র গ্রহণ শুরু করছে। ৭ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৫ (রাত ১১:৫৯) পর্যন্ত 👉 https://hajcommittee.gov.in অথবা HAJ SUVIDHA অ্যাপ (iOS এবং Android) এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন পুণ্যার্থীরা।

২০২৬ হজ যাত্রার আবেদনের বিজ্ঞপ্তিঃ

সম্প্রতি হজ পর্যালোচনা সভার পর মন্ত্রী কিরেন রিজিজু বলেন, ২০২৫ সালের হজ দেশের ইতিহাসে সরকারের পরিচালিত সেরা হজ। তিনি উল্লেখ করেন যে, গত বছর মৃত্যুর হার ২২০ থেকে কমে এ বছর ৬৪-এ দাঁড়িয়েছে। পাশাপাশি এই সাফল্যের জন্য তিনি সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক (Minority Affairs), বিদেশ মন্ত্রক (Foreign Affairs), বেসামরিক বিমান পরিবহন ও স্বাস্থ্য মন্ত্রকের কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টাকে ধন্যবাদ জানান। ২০২৫ সালের সাফল্যকে মাথায় রেখে  ২০২৬ সালের হজযাত্রার জন্য সমস্ত আবেদনকারীকে ফর্ম পূরণ করে সময়সীমার মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করেছেন তিনি। পাশাপাশি ভারতের হজ কমিটিকে নির্ধারিত সময়ের আগে সৌদি আরব সরকারের কাছে অর্থ জমা দেওয়ারও নির্দেশ দিয়েছেন। চলতি বছর থেকে ৬৫ বছরের বেশি বয়সী হজযাত্রীদের দেখাশোনা করার জন্য একজন সঙ্গী বাধ্যতামূলক বলে উল্লেখ করেন রিজিজু।এছাড়াও সরকার পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক থাকার ব্যবস্থার অনুরোধ বিবেচনা করছে বলেও তিনি জানিয়েছেন।