শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানক দেবের ৫৫৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ দেশজুড়ে গুরু নানক জয়ন্তী পালিত হচ্ছে। ১৪৬৯ সালে কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বর্তমানে নানকানা সাহেব নামে পরিচিত লাহোরের রায় ভোই কি তালওয়ান্দিতে পিতা মেহতা কালু এবং মাতা ত্রিপ্তার ঘরে জন্মগ্রহণ করেন তিনি।

শিখ ধর্মের সবচেয়ে পবিত্র উৎসবগুলির মধ্যে অন্যতম এই দিনটি ভারত সহ বিদেশের শিখ সম্প্রদায় উৎসাহের সঙ্গে উদযাপন করেন। গতকালই অমৃতসরের আটারি সীমান্ত থেকে শিখ ভক্তদের একটি দল পাকিস্তানে গুরু নানক জির জন্মস্থান শ্রী নানকানা সাহিবে শ্রদ্ধা জানাতে যান।

সকাল থেকেই সুসজ্জিত অমৃতসরের স্বর্ণমন্দিরের সরোবরে পবিত্র স্নানের পর শিখগুরুকে প্রণাম জানাচ্ছেন ভক্তরা। এছাড়াও গুরু নানক দেব জি-র সঙ্গে সম্পর্কিত পবিত্র জিনিসগুলি আজ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রী হরিমন্দির সাহিব, শ্রী অকাল তখত সাহিব এবং গুরুদ্বার বাবা অটল রায়ে ভক্তদের জন্য প্রদর্শিত হবে।

এরপর সন্ধ্যায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের পর স্বর্ণমন্দিরে দূষণমুক্ত আতশবাজিরও প্রদর্শন করা হবে।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ,গুরু নানক জয়ন্তীর প্রাক্কালে এক সামাজিক মাধ্যমের বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি মুর্মু বলেন,এই উপলক্ষ উন্নত সমাজ গঠনে, গুরু নানক দেবের মূল্যবোধ ও আদর্শ গ্রহণ করতে উদ্বুদ্ধ করে। তিনি বলেন, গুরু নানক জী'র, সত্য,ন্যায় বিচার এবং সহানুভূতির বার্তা সমাজকে সাফল্যের শিক্ষা দেয়।একই সঙ্গে গুরু নানক জী সততার সঙ্গে জীবন যাপন ও সম্পদের সমবন্টন নীতির প্রচারক ছিলেন বলেও তিনি উল্লেখ করেন। রাষ্ট্রপতি,শান্তিপূর্ণ ও সমৃদ্ধ দেশ গঠনে,সমগ্র দেশবাসী'কে গুরু নানক জীর আদর্শ গ্রহণের পরামর্শ দেন।