হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গণেশ উত্‍সব (Ganesh Utsab 2023) পালিত হবে আজ (১৯ সেপ্টেম্বর) আর সেই কারণেই সারা দেশজুড়ে এখন সাজ সাজ রব। ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ১০ দিন ধরে বাড়ি বা মণ্ডপে মণ্ডপে গণেশ মূর্তি স্থাপনা (Ganesh Idol Stapana) করে ভক্তিভরে গণেশপুজো করা হবে। পঞ্চাঙ্গ অনুসারে, ভাদ্রমাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে গণেশ চতুর্থীর উত্‍সব পালন করা হবে। এ বছর মঙ্গলবার  থেকে শুরু হচ্ছে এই পবিত্র উত্‍সব।

বিশেষত পশ্চিম ও মধ্য ভারতের মহারাষ্ট্র, গুজরাত, উত্তর প্রদেশে এই উৎসব হয় খুবই ধুমধাম করে৷ তবে পিছিয়ে নেই বাঙলাও। গত বছর থেকে কলকাতা সহ জেলাগুলিতে দেখা গেছে  গণেশ পুজোর রমরমা। তবে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে বেড়ানোর আগে পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের শুভেচ্ছা জানান লেটেস্টলি বাংলার (LatestLy Bangla) সচিত্র এই শুভেচ্ছা বার্তা দিয়ে।