প্রতি বছর আগস্ট মাসের প্রথম রবিবার পালন করা হয় বন্ধুত্ব দিবস। বন্ধুত্ব দিবস উপলক্ষে ইতিহাসের এমন বন্ধুত্বের গল্প জেনে নেওয়া যাক যুগ যুগ ধরে দেওয়া হয় যাদের উদাহরণ। ইতিহাসের পাতায় এমন কিছু বন্ধুত্বের কথা খোদাই করা আছে যাদের গল্প গভীরভাবে প্রভাবিত করে মানুষকে। এই গল্প শুনলে জানা যায় বন্ধুত্বের আসল অর্থ। হিন্দু ধর্মের জনপ্রিয় বন্ধুত্বের গল্পের মধ্যে একটি বড় স্থান নিয়ে রয়েছে শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্ব। তাদের বন্ধুত্বের উদাহরণ যুগ যুগ ধরে মানুষ একে অপরকে দিয়ে চলেছে।
শ্রীকৃষ্ণ ও সুদামার বন্ধুত্বর মতোই জনপ্রিয় বন্ধুত্বের গল্প হল অর্জুন ও শ্রীকৃষ্ণের বন্ধুত্ব। মহাভারতে বারংবার উল্লেখ করা হয়েছে এই বন্ধুত্বের কথা। অর্জুনের সারথি হওয়ার পাশাপাশি অর্জুনের একজন ভালো বন্ধু ছিলেন কৃষ্ণ। এছাড়া বন্ধুত্বের কথা উঠলে আকবর ও বীরবলের উদাহরণ আসবে না এ কেমন করে হয়! মুঘল সম্রাট আকবর ও তার মন্ত্রী বীরবলের বন্ধুত্বের কাহিনী আজও বিখ্যাত। আকবর ও বীরবলের বন্ধুত্বের মতো রবিন হুড এবং লিটল জনের বন্ধুত্বের খুবই জনপ্রিয়। রবিন হুড এবং লিটল জন একসঙ্গে ধনীদের ডাকাতি করে গরীবদের সাহায্য করতেন।