
হিন্দু ধর্মের পবিত্র শ্রাবণ মাসের সূচনা হয়ে গেছে। আজ সেই শ্রাবণ মাসের প্রথম পবিত্র সোমবার। শ্রাবণের প্রতি সোমবারে লাখে লাখে ভক্তরা শিবের পুজোয় নিজেদের উৎসর্গ করে। শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢেলে ও শিবের ব্রত কথা পাঠ করলে মন শুদ্ধ হয়। অবিবাহিত মেয়েরা প্রতি সোমবারে মহাদেবের মাথায় জল ঢেলে তাদের জীবনসঙ্গীর আকাঙ্ক্ষা করে। আজ জুলাইয়ের ১৮ তারিখ প্রথম শ্রাবণ সোমবার পালন করা হচ্ছে। তারই সূচনায় সকলের জন্য রইল ছবি সহ শুভেচ্ছা বার্তা। সেই ছবি , বার্তা, ছড়িয়ে দিন সকলের মাঝে।

Photo Credit_Lateslymedia.com

Photo Credit_Lateslymedia.com

Photo Credit_Lateslymedia.com

Photo Credit_Lateslymedia.com

Photo Credit_Lateslymedia.com