First Monday of Sawan Month (Photo Credit: X@ANI)

আজ (১৪ জুলাই) শ্রাবণ মাসের প্রথম সোমবার অর্থাৎ প্রথম ব্রত পালনের দিন । এরপর মাস অনুযায়ী ৪টি সোমবার, ২১ জুলাই, ২৮ জুলাই, ৪ অগাস্ট এবং ১১ অগাস্ট পরপর  সোমবারের ব্রত পালন করতে পারবেন ভোলেবাবার ভক্তরা।বলা হয়, এদিন কোনও ভক্ত যদি সৎ ভাবে ব্রত পালন করেন, ভক্তিভরে শিবের পুজো করেন তবে ভোলেবাবা তাঁর সমস্ত ইচ্ছা পূর্ণ করেন। এই ব্রত বিশেষ করে অবিবাহিত মেয়েদের জন্য পালন করা অত্যন্ত শুভ মনে করা হয়।

আজ পুজোর ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর ৪টে ১৬ মিনিট থেকে। চলবে ভোর ৫টা ৪ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত পড়বে দুপুর ১২টা ৫ মিনিটে। চলবে দুপুর ১২টা ৫৮ মিনিট পর্যন্ত। অমৃতকাল পড়বে দুপুর ১২টা ৮ মিনিটে। চলবে দুপুর ১টা ৩৯ মিনিট পর্যন্ত। প্রদোষ কাল শুরু হবে বিকেল ৫টা ৩৮ মিনিটে। শেষ হবে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে।

গোটা দেশ জুড়ে আজ সকাল থেকেই ভক্তদের ভিড় মহাদেবের মন্দিরে রইল তাঁর ভিডিও-

পবিত্র 'শ্রাবণ' মাসের প্রথম সোমবার উজ্জয়িনীর মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে ভস্ম আরতি করা হচ্ছে

অযোধ্যা, উত্তরপ্রদেশ: 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে প্রার্থনা করার জন্য নাগেশ্বর নাথ মন্দিরে ভক্তদের বিশাল ভিড়।

জয়পুর, রাজস্থান | পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবারে ঝাড়খণ্ড মহাদেব মন্দিরে ভক্তদের ভিড়

গোয়ালিয়র, মধ্যপ্রদেশ: 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে অচলেশ্বর মন্দিরে প্রচুর সংখ্যক ভক্ত প্রার্থনা করেন

হরিয়ানা: 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে নুহের নলহরেশ্বর মহাদেব মন্দিরে ভক্তদের প্রার্থনা

দিল্লি | 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে ভক্তরা ছত্রপুর মন্দিরে প্রার্থনা করতে যান।

গুয়াহাটি, আসামঃ'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে প্রার্থনা করার জন্য ভক্তদের বিশাল ভিড় শুক্রেশ্বর মন্দিরে

দেওঘর, ঝাড়খণ্ড | 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে প্রার্থনা করার জন্য বৈদ্যনাথ মন্দিরে ভক্তদের বিশাল ভিড়।

বারাণসী, উত্তরপ্রদেশ | পবিত্র 'শ্রাবণ' মাসের প্রথম সোমবারে প্রার্থনা করার জন্য কাশী বিশ্বনাথ মন্দিরে ভক্তদের ভিড়