
Eid-al-Fitr 2022 Wishes In Bengali: ঈদের চাঁদ ওই সালাম জানায় নীল আকাশের গায়। ফেরেস্তারা আজকে খুশির ফুল ছড়িয়ে যায়। ৩০ রোজা শেষে আকাশের কোলে ঈদের চাঁদ উঠেছে। মাহে রমজান সবে বিদায় নিয়েছে। রাত পোহালেই খুশির ঈদ (Eid-al-Fitr 2022 Wishes)। রমজানমাসজুড়ে গরীব দুঃখীদের সাধ্যমতো দান ধ্যান করার পর এবার ঈদগাহে নামাজ আদায়ের সময় এল। সকাল সকাল গোসল করে নতুন পোশাক পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাওয়া। ফিরে এসে সিমাই, লাচ্চা- সহ বিভিন্ন মিষ্টান্ন দিয়ে মিষ্টিমুখ। বড়দের পায়ে হাত গিয়ে সালাম করা। ছোটদের স্নেহাশিষ, সমবয়সীদের সঙ্গে সঙ্গে কোলাকুলি। এই খুশির ঈদ মিলনের আগে আপনজনকে পাঠিয়ে দিন LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা।


