আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে বিজয়াদশমী পালিত হয়। উত্তর ভারতে এই তিথিটি দশহরা নামেও পরিচিত। এদিন অধর্মের প্রতীক রাবণের বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন রাম। আবার এই তিথিতেই অশুভ শক্তিরূপী মহিষাসুরের হাত সকলকে রক্ষা করে শুভ শক্তিকে জাগৃত করেন দুর্গা। এ কারণে দশমী তিথিটি বিজয়া দশমী নামে পরিচিত। আগামীকাল, ৫ অক্টোবর বিজয়া দশমী পালিত হবে। উল্লেখ্য বছরের তিনটি অত্যন্ত শুভ তিথির মধ্যে অন্যতম হল দশহরা। অন্য দুই তিথি হল চৈত্র শুক্লপক্ষ ও কার্তিক শুক্লপক্ষের প্রতিপদ তিথি।

নবমীর রাত থেকেই শুরু করে দিন দশহরা-র শুভেচ্ছা পাঠানোর কাজ। আর এক্ষেত্রে আপনার সহযোগিতায় হাজির LatestLY বাংলার শুভেচ্ছা বার্তা (Subho Bijoya Dashami 2021 Wishes In Bengali)। Facebook, Whatsapp, Messenger-এ শুধু পাঠিয়ে দিলেই হল। দশহরা তিথিতে আপনাদের জন্য রইল আগাম শুভেচ্ছা।