Durga Puja. (Photo Credits: X)

কলকাতা, ৭ অক্টোবর: চতুর্থীর সন্ধ্যায় আলোয় গা ভাসিয়েছে শহর কলকাতা। বিকেলের দেখে আকাশের মেঘভার, বিদ্যুত ডাকার শব্দ হলেও পরে আকাশ পরিষ্কার হয়। কাল, রবিবার সন্ধ্যা থেকেই ঠাকুর দেখার ভিড় সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এবার চতুর্থীর পালা। শহরের অধিকাংশ বড় পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। তবে অনেক মাঝারি বা ছোট করে পুজো করা ক্লাবে আজ ঠাকুর আসছে। সঙ্গে আবার অফিস ফেরত মানুষের ভিড়। ঠাকুর দেখা, ঠাকুর আনা, পুজোর বাজার আর অফিস ফেরত মানুষের চাপে শহরের রাস্তায় এখন তিল ধারণের জায়গা নেই। লম্বা ট্র্য়াফিক জ্য়ামও দেখা যাচ্ছে শহরের বেশীরভাগ জায়গায়। ষষ্ঠীর আগেই পুজো দেখে ফেলার হিড়িক শহরজুড়ে।

নিউ আলিপুরের সুরুচি সংঘ থেকে চেতলা অগ্রণী সংঘ। দেশপ্রিয় পার্ক, ত্রিধারা থেকে বালিগঞ্জ সার্বজনীন, একডালিয়া এভারগ্রিন, সিংহি পার্কে সন্ধ্যা নামতেই লম্বা লাইন দেখা যাচ্ছে।

দেখুন চেতলা অগ্রনীর এবারের পুজো

বেহালার পুজো দেখার হিড়িক এবার সবচেয়ে বেশী দেখা যাচ্ছে। বেহালা ক্লাব, নূতন দল, দেবদারু ফটক, ঠাকুরপুর, বড়িশা ক্লাবের পুজো এবার বড় চমক নিয়ে হাজির হয়েছে। খিদিরপুর, পার্ক সার্কাস, হাজরা, যাদবপুর, কসবা অঞ্চলের বেশীরভাগ পুজোই একেবারে তাক লাগিয়ে দেওয়া। সন্তোষ মিত্র স্কোয়ারের লাস ভেগাস স্ফিয়ার, কলেজ স্কোয়ারের জলের মাঝে আলোর খেলা, মহম্মদ আলি পার্কের ঐতিহ্যের পুজোয় রেকর্ড ভিড় দেখা যাচ্ছে।

সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো

উত্তরের হাতিবাগান, চালতাবাগান, কুমারটুলি সার্বজনীনর সঙ্গে বেলগাছিয়ার টালা পার্ক, টালা প্রত্যয় দেখার মত মণ্ডপ করেছে। দমদমের বেশ কয়েকটি পুজো মণ্ডপ এবার দারুণ আকর্ষণীয় করেছে। লেকটাউনের শ্রীভূমি এবারও আকর্ষণের কেন্দ্রবিন্দু।