Photo Credit_Facebook

৭৭ তম বর্ষে পদার্পণ করছে সমাজ সেবী সংঘের পুজো। আর এই বছর সমাজ সেবী সংঘ তাদের মন্ডপে ফিরিয়ে আনছে নয়ের দশকের নস্টালজিয়া  । মণ্ডপ থেকে প্রতিমা সজ্জায় সবেতেই থাকছে এক নস্টালজিক অনুভূতি। ২০২২ এ  পুজোয় তাক লাগাতে সমাজ সেবী সংঘের শিল্পী কৃষাণু পালের হাত ধরেই ফুটে উঠতে চলেছে এবারের ইউনিক পুজো থিম ‘সেবিছে ঈশ্বর’।“দেশভাগ, ও সম্প্রীতি -সম্মেলন কে মিলেমিশে একাকার করা হচ্ছে এবারের এই পুজো থিমে।

১৯৪৬ সালে দাঙ্গা-অশান্তির আঁচে পুড়ছে শহর কলকাতা। সেই সময় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে তহবিল গড়তে এগিয়ে এসেছিলেন লীলা রায়, শরৎ বোস সহ একাধিক স্বাধীনতা সংগ্রামী। আর সেই সময় সম্প্রীতির বাঁধনে মানুষকে বাঁধতেই শুরু হয় দুর্গাপুজোর। ফেলে আসা সেই সময়কে থিমের আলোকে তুলে ধরতে দিনরাত পরিশ্রম করে চলেছেন শিল্পী কৃষাণু পাল। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামীদের বিশেষ শ্রদ্ধার্ঘ্য জানানো হবে এবারের পুজোয়। পুজো ঘিরে সাজো সাজো রব। মণ্ডপ জুড়ে ব্যবহার হয়েছে  ট্রাঙ্কের।

পুজো মানেই এককালে ছিল পুজোর গান। নয়ের দশকের সেই নস্টালজিয়াকে ফুটিয়ে তোলার পাশাপাশি সমাজসেবী সঙ্ঘ ও আশা অডিওর যৌথ উদ্যোগে ফিরছে পুজোর গান বা শারদ অর্ঘ্য। গত ১৩ ই সেপ্টেম্বর লঞ্চ হয়েছে এই গানের। কুমার শানু, অমিত কুমার, অলকা ইয়াগ্নিকের মধুর কন্ঠে মন মাতাতে পুজো প্যাণ্ডেলে আগত দর্শনার্থীদের কাছে এটাও পুজোর অন্যতম সেরা আকর্ষণ এমনটাই মনে করছেন ক্লাব সদস্যরা।

আগামী ২৭ শে সেপ্টেম্বর পুজোর উদ্বোধন। প্রতিবারের ন্যায় এবারেও পুজো উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই সাধারণের উদ্দেশ্যে এই মণ্ডপ খুলে দেওয়া হবে”।