থিমের লড়াইয়ে প্রতিবার জোর টক্কর চলে উত্তর কলকাতা বনাম দক্ষিণ কলকাতার। আর এই লড়াইয়ে একেবারে সামনের দিকে থাকে উত্তর কলকাতার কাশী বোস লেনের পুজো। প্রতি পুজোতেই থিমের অভিনবত্বে একাধিক শারদ সম্মান দেরাজে তোলে এই পুজো। এই বছর ৮৫ তম বর্ষে পা দিল উত্তর কলকাতার এই কাশী বোস লেনের দুর্গাপুজো। উদ্যোক্তাদের এবছরের থিম ‘মা’।
২০২১ সালের মত এই বছরেও পুজোর ভাবনা ও রূপান্তরকরণে রয়েছে স্বয়ং নারীশক্তি। দুর্গা মণ্ডপ ও দেবী প্রতিমার সম্পূর্ণ পরিকল্পনায় রয়েছেন শিল্পী অদিতি চক্রবর্তী এবং তাঁর সঙ্গে সহযোগিতা করেছেন শিল্পী দীপেন মণ্ডল। মণ্ডপের বাস্তবায়নও করছেন শিল্পী অদিতি।
কলকাতার দুর্গাপুজোয় এই প্রথমবার দেখা যাবে থ্রি ডাইমেনশনাল প্যান্ডেল (3D Pandel)। সাবেকিয়ানা ছেড়ে থিমের কারুকার্যেই সেজে উঠলেও দেবী দুর্গার অলঙ্করণ থেকে একেবারে বাদ পড়ছে না সাবেকি সাজ। সম্পূর্ণ পরিবেশবান্ধব সামগ্রী দিয়ে গড়ে উঠছে কাশী বোস লেনের দুর্গাপুজোর মণ্ডপ, একেবারে বর্জন করা হয়েছে প্লাস্টিক।
প্রস্তুতির পথে কাশী বোস লেনের পূজামন্ডপ-