বিগত দুবছরের করোনাকালীন পরিস্থিতি কাটিয়ে অনেকটাই স্বাভাবিক ছন্দে ফিরেছে জীবন। সারা বিশ্বে পরিবর্তন ঘটেছে জীবনযাত্রার ধরনেও। বাঙালির দুর্গাপূজাতেও আর কোনও বাধা নেই।হাতে মাত্র আর কটা দিন পরেই দেবী দুর্গা মর্ত্যে আসবেন। তারই প্রস্তুতি চলছে পাড়ায় পাড়ায়। প্রায় সব পুজো কমিটিগুলোতেই এখন সাজো সাজো রব। প্রতি বছরের ন্যায় ৯৩ তম বর্ষেও থিমে চমক ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোত্সব কমিটির। এবারে তাঁদের থিম 'সংকল্প'। থিম ভাবনা ও সৃজনে আছেন বিশ্বরঞ্জন রাজ। থিমের সঙ্গে সাযুয্য রেখে প্রতিমা গড়ছেন পরিমল পাল।মণ্ডপের আলোকসজ্জা ও আবহের দায়িত্বে আছেন স্বরূপ সামন্ত ও সৈকত ঘোষ।
এবছর তাদের থিমের মূল গল্প নির্মাণ শ্রমিকদের জীবন নিয়ে। করোনাকালীন পরিস্থিতিতে নির্মাণ শ্রমিকদের জীবন কাহিনী নিয়েই তৈরি হচ্ছে ঢাকুরিয়া সার্বজনীন দুর্গোত্সব কমিটির পুজো। কলকাতার মানুষকে নিজেদের থিমের মাধ্যমে এক অনন্য গল্প কথার উপহার দিতে প্রস্তুত হচ্ছে তাঁরা।