কলকাতা, ২২ সেপ্টেম্বর: বৃহস্পতিবার টালা ব্রিজ উদ্বোধনের আগেই শহরের তিনটি বিখ্যাত পুজো (Durga Puja) মণ্ডপের উদ্বোধন পর্ব সেরে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।শহরের অন্যতম বড় এবং বিগ বাজেট পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এই মুহুর্তে উপস্থিত আছেন মুখ্যমন্ত্রী। মহালয়ার তিনদিন আগেই এবারের পুজো উদ্বোধন শুরু করে ফেলছেন মুখ্যমন্ত্রী।
দুর্গাপুজোর সময় কলকাতায় দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো। প্রতিবছরই কিছু না কিছু চমক অপেক্ষা করে থাকে এই পুজোয়। ২০২১ সালে সেখানে বুর্জ খলিফা দেখতে ভিড় উপচে পড়েছিল।এবছর শ্রীভূমির পুজো ৫০ বছরে পদার্পণ করল। এই বছর শ্রীভূমির থিম রোমের ভ্যাটিকান সিটি।
এই পুজো উদ্বোধন করে মুখ্যমন্ত্রী চলে যাবেন সল্টলেকের এফডি ব্লক সর্বজনীন পুজোয়। সেখানের পর্ব শেষ করে তিনি যাবেন উত্তর শহরতলির অন্যতম বড় পুজো টালা প্রত্যয়ের মণ্ডপে তারপর আজ সন্ধ্যাতেই সাধারণের জন্য টালা ব্রিজ খুলে দেবেন মুখ্যমন্ত্রী।