Photo Credit_Facebook

একটা সময় ছিল যখন পুজোকে কেন্দ্র করে নতুন জামাকাপড় কেনার পাশাপাশি প্রিয় শিল্পীর অ্যালবাম বা পুজোয় কী গান মুক্তি পাচ্ছে তা নিয়ে থাকত উন্মাদনা। মানুষ নতুন ক্যাসেট কিনত। এখন আমরা আধুনিক হচ্ছি ৷ ডিজিট্যাল ফর্মাট হওয়াতে মুঠো ফোনে বন্দি হয়েছে গান।  হারিয়ে যাচ্ছে ক্যাসেট, রেডিও, কলের গানের ঐতিহ্য ৷ হারিয়ে যাওয়া সেই ঐতিহ্য উঠে আসছে আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির(Ahiritola Sarbojanin Durgotsab Samity) এবার ৮৩ তম বর্ষে (Durga Puja 2022) ৷

আহিরীটোলা সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ‘আকাশবাণী’ ৷ এই থিম বেছে নেওয়ার প্রধান উদ্দেশ্য হল রেডিও, গ্রামাফোনকে বর্তমান প্রজন্মের সঙ্গে পরিচিতি ঘটানো ৷ মণ্ডপের সামনে থাকছে ৩০ ফুট উচ্চতাও ২০ ফুট চওড়া এক বিরাট গ্রামোফোন। মণ্ডপ তৈরি হচ্ছে আস্ত একটি রেডিওর আদলে,  ভিতরে থাকছে রেকর্ড প্লেয়ার। হারিয়ে যাওয়া ভিসিডি, ডিভিডি ব্যবহার হচ্ছে মণ্ডপসজ্জাতে।দু‘দিকের দেওয়াল জুড়ে থাকবে কালজয়ী শিল্পীদের ছবি। আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, আর ডি বর্মন, এস ডি বর্মন, মুকেশ, রফি, কিশোর কুমারের ছবি থাকছে সেখানে।  মণ্ডপে বাজবে কিংবদন্তি শিল্পীদের কালজয়ী সব গান ৷