Durga Puja 2020: শুভ মহানবমী; নবমীর এই তিথিতে কাত্যায়ণ ঋষির আশ্রমে দেবীর মহাপুজোয় মেতে উঠেছিলেন দেবতারা, জানেন এই দিনটির তাৎপর্য কী?
শুভ নবমী। (Photo Credits: File Photo)

বাঙালির তেরো মাসে বারো পার্বন। তবে বাঙালির কাছে সেরা উৎসব দুর্গাপুজো। বিশ্ববাসী আপামর বাঙালি মেতে ওঠে এই উৎসবে। দুর্গাপুজো মানে উৎসব তো বটেই! কারণ এক বছর পর বাপের বাড়িতে ফেরেন উমা। দুর্গা প্রতিমা তৈরি থেকে পুজোর সমস্ত খুঁটিনাটি নিখুঁতভাবে করার চেষ্টার ক্ষেত্রেও বাঙালির জুরি মেলা ভার। করোনা-আবহেই দুর্গাপুজো (Durga Puja 2020) উৎসবে মেতে উঠেছে বাঙালি, প্রস্তুতি তুঙ্গে। সারাবছর বাঙালি অপেক্ষা করে থাকে শুধুমাত্র এই দিনটির অপেক্ষায়। বাঙালি আর দুর্গাপুজো, একে অপরের সঙ্গে জড়িয়ে রয়েছে ওতোপ্রতোভাবে। ২২ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপুজো, মহালয়ার পর মলমাস পড়ায় প্রায় ১ মাস পিছিয়ে গেছে এবারের দুর্গাপুজো। বাঙালির মনে বেজে উঠেছে আলোর বেণু।

আজ মহানবমী। আজকের দিনটির তাৎপর্য এবং প্রেক্ষাপট দেখে নিন একনজরে-

শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর (Shree Samireswar Brahmachari) কথায়, অষ্টমীতে সন্ধি পুজো (Sandhi Puja)। এই সময়ই মা দুর্গা মহিষাসুরকে (Mahisasur) বধ করেছিলেন। এই সময়ই দেবী দুর্গার কপাল থেকে জন্ম হয় চামুণ্ডা, অসূর শুম্ভ এবং নিশুম্ভ। যার ফলে নবমীর এই তিথিতে কাত্যায়ণ ঋষির আশ্রমে দেবীর মহাপুজোয় মেতে উঠেছিলেন দেবতারা। শাস্ত্র মতে, এদিন তাই দেবীর পূর্ণাঙ্গ পুজো হয়। এই তিথিতেই দেবীর বলি, হোম এবং ষোড়শ উপাচারের বিধান আছে। অষ্টমী তিথি শেষের ২৪ মিনিট এবং নবমী শুরুর ২৪ মিনিট অর্থাৎ মোট ৪৮ মিনিট সময়কে সন্ধিক্ষণ বলা হয়।

মহানবমীর সময় এবং দিনক্ষণ

২৫ অক্টোবর, ৮ কার্তিক ১৪২৭ পালন হবে দুর্গাপুজোর মহানবমী। সকাল ৯.২৯ মিনিটের মধ্যে সেরে ফেলতে হবে নবমীর পুজো। আগের দিন ১১.২৪ মিনিটে পড়বে মহানবমী এবং তা ছেড়ে যাবে সেদিন সকাল ১১.১২ মিনিটে।