Diwali Muhurat Trading 2025: আগামীকাল অর্থাৎ ১৮ অক্টোবর ধনতেরাস। দীপাবলি উৎসবের সূচনা ১৮ অক্টোবর থেকে। এইদিন ধন্বন্তরি, ধনদেবতা এবং মা লক্ষ্মীর পুজো করে ধনতেরাস পালন করা হয়। ধনতেরাসের একদিন পর কালী পুজো। তবে এবার ২০ এবং ২১ অক্টোবর, ২ দিন ধরে দীপাবলি পড়ায় মুহূরৎ ট্রেডিং কবে হবে, তা নিয়ে শুরু হয় জোর জল্পনা।
তবে দীপাবলির কালী পুজো ২০ অক্টোবর হলেও, ২১ অক্টোবর শুরু হবে মুহুরৎ ট্রেডিং। প্রত্যেক বছর যে মুহূরৎ ট্রেডিং (Diwali Muhurat Trading) হয়, তা এবার ২১ অক্টোবর পড়েছে। ওইদিন করা হবে দীপাবলির মুহূরৎ ট্রেডিং।
কী এই দীপাবলির মুহূরৎ ট্রেডিং
মুহূরৎ ট্রেডিং হল এক ঘণ্টার একটি বিশেষ সময়। যে বিশেষ সময়ে প্রত্যেকবার স্টক মার্কেট বা শেয়ার বাজারে বিপুল কেনাকাটা হয়। মুহুরতের অর্থ হল বিশেষ সময়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, এই মুহূরৎ ট্রেডিং থেকে নতুন বছরের সূচনা হয় বলেও মনে করেন অনেকে।
মুহূরৎ ট্রেডিংয়ের সময় বিএসই এবং এনএসই গোটা দিন ধরে বন্ধ থাকে। তবে ওই এক ঘণ্টার বিশেষ সময়ে খোলা হয় এবং দেশ জুড়ে শেয়ারের বিপুল কেনাবেচা করেন মানুষজন।
এ বছর ২১ অক্টোবর অর্থাৎ মঙ্গলবার পড়েছে দীপাবলির মুহূরৎ ট্রেডিং। ওইদিন শেয়ার বাজারে প্রি-ওপেন সেশন শুরু হবে দুপুর ১.৩০ থেকে ১.৪৫ পর্যন্ত। এরপর ট্রেডিং হবে দুপুর ১.৪৫ থেকে ২.৪৫ পর্যন্ত। ক্লোজ়িং সেশন রয়েছে ২১ অক্টোবর ৩.০৫ মিনিটে। ট্রেড মডিফিকেশন কাট অফ টাইম চলবে ১.৪৫ থেকে ৩.১৫ পর্যন্ত।