রাত পোহালে দীপাবলি, দীপাবলি বা দিওয়ালি বা কালীপুজো হলো আলোর উৎসব, যা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয়। 'দীপাবলি' শব্দের অর্থই হলো 'প্রদীপের সমষ্টি' (দীপ + আবলী = প্রদীপের সারি)। এই দিনে ঘরবাড়ি প্রদীপের আলোয় আলোকিত করার প্রথা প্রচলিত। তবে শুধু প্রদীপ জ্বালিয়ে নয়, বাংলায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েও সেরে ফেলতে পারেন দিওয়ালির অভিনন্দন।
