আজ রাতে ঘরে ঘরে পূজিত হবেন ধন সম্পদের দেবী লক্ষ্মী।  কোজাগরী লক্ষ্মীপুজো বেশি পরিচিত ও জনপ্রিয় হলেও মূলত এদেশীয় বা পশ্চিমবঙ্গীয়দের ঘরে পূজিতা হন দীপান্বিতা লক্ষ্মীদেবী। বাংলার পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলের জেলাগুলিতে বেশি প্রচলিত দীপান্বিতা লক্ষ্মীপুজো।

বাংলার বাইরেও দীপাবলিতে পূজিতা হন দেবী লক্ষ্মী এবং পূজিত হন গণপতি।কোজাগরী লক্ষ্মীপুজো যেমন পূর্ণিমায় হয়, দীপান্বিতা লক্ষ্মীপুজো হয় অমাবস্যায়। যে পঞ্জিকা আপনি অনুসরণ করেন, সেই পঞ্জিকায় কার্তিক অমাবস্যা যত ক্ষণ আছে, তার মধ্যে দীপান্বিতা লক্ষ্মীপুজো করুন।অনেক পরিবারে দীপান্বিতা লক্ষ্মীপুজোর আগে অলক্ষ্মী বিদায়ের একটি পর্ব থাকে। আবার অনেক পরিবারে শুধুই দীপান্বিতা লক্ষ্মী পূজিতা হন। দীপান্বিতা লক্ষ্মীপুজোও শুধু প্রদোষে বা সন্ধ্যায় হয়। সেদিক থেকে এ বছর ৩১ অক্টোবর বা ১ নভেম্বর অমাবস্যা তিথি থাকতে থাকতে সন্ধ্যায় এই পুজোর আয়োজন করতে হবে।মনে করা হয় দীপান্বিতা লক্ষ্মীপুজো করলে সংসার থেকে বাধা বিঘ্ন অশান্তি দূর হয়ে শ্রী, সৌভাগ্য ও ধনসম্পদের বর্ষা হয়।

আজ সকালে তাই আপনাদের পরিবার পরিজনদের জন্য রইল লক্ষ্মীপূজার শুভেচ্ছা বার্তা-