ধনতেরাসে (Dhantesras 2024) সোনা (Gold), রুপো (Silver) কিংবা যে কোনও ধাতু জিনলে সৌভাগ্য লাভ হয়। এমনই কথিত রয়েছে দশক ধরে। তাই সৌভাগ্য লাভের আসায় ধনতেরাসে প্রতি বছর মানুষ সোনা, রুপোর জিনিষ কিনে থাকেন। অনেকে তামা কিংবা স্টিলেও কেনেন। সবকিছু মিলিয়ে ধনতেরাসে ধাতু কিনলে লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় বলে মনে করেন ভারতীয়রা।
আরও পড়ুন: Gold Rate Today: বড় খবর! ধনতেরাসে সোনার দাম পড়ল, রুপোও পাবেন ১০০ টাকা কমে, দেখে নিন আজকের বাজার দর
তবে এই ধনতেরাসে যখন নতুন জিনিষ কেনার হিড়িক পড়ে, সেই সময় ভুলেও এই সমস্ত জিনিসপত্র ঘরে তুলবেন না।
কথিত আছে, ধনতেরাসে ছুরি, ব্লেড, কাঁচি-সহ কোনও ধারাল অস্ত্র কিনতে নেই।
ধনতেরাসে কাঁচ বা চিনা মাটির পাত্র কেনা উচিত নয় বলে মনে করা হয়।
ধনতেরাসে কাউকে অর্থ দান করবেন না। ধনতেরাসে কাউকে অর্থ দান করতে নেই বলেও কথিত রয়েছে।
ধনতেরাসে ঘি বা তেল কিনবেন না। পুজোর উপকরণ হিসেবে ঘি, তেলের প্রয়োজনীয়তা থাকলেও তা আগে কিনুন। ধনতেরাসের দিন নয়।
অনেকে মনে করেন, ধনতেরাসে গ্লাস কেনাও একেবারে উচিত নয়। গ্লাসের সঙ্গে রাহুর যোগ রয়েছে। তাই ধনতেরাসে গ্লাস কোনওভাবেই না কেনা ভাল বলে অনেকে মনে করেন।