ধনতেরাসের তারিখ নিয়ে সকলের মনেই বিভ্রান্তি রয়েছে। তবে চলতি বছরের ধনতেরস (Dhanteras 2022) বিভিন্ন কারণে বিশেষ। কারণ প্রায় ২৭ বছর পর দুদিন এই তিথি পালিত হবে।

ধনতেরাসের তিথি ও সময়ঃ 

জ্যোতিষ পঞ্জিকা অনুসারে, এই বছর কার্তিক কৃষ্ণ ত্রয়োদশী তিথি ২২ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টা  ৩০  মিনিট থেকে শুরু হচ্ছে। অন্যদিকে, ত্রয়োদশী তিথি শেষ হবে ২৩ অক্টোবর সন্ধ্যা ৬টা ৪০  মিনিটে।অন্যদিকে, উদয় তিথি অনুসারে ২৩ অক্টোবর ধনতেরাস উদযাপিত হবে। তাই কেনাকাটার জন্য দুটি দিনই শুভ। একাধিক জ্যোতিষীদের মতে ২২ অক্টোবর ধনতেরসের কেনাকাটার শুভ মুহূর্ত থাকছে। তবে এই কেনাকাটা যাতে শুভ লাভদায়ক হয়, তার জন্য চৌঘড়িয়া ও মুহূর্তের বিষয়টি মাথায় রাখা জরুরি। শুভ চৌঘড়িয়া ও মুহূর্তে কেনাকাটা করলে পরিবারে সুখ-সমৃদ্ধির আগমন হয়। বিশেষত ধাতু, সোনা, রুপো, গাড়ি বা স্থায়ী সম্পত্তি কেনার সময়ে শুভ চৌঘড়িয়ার বিষয়টি মাথায় রাখা অত্যন্ত জরুরি।

ধনতেরস পড়েছে ২৩ অক্টোবর ৷ তবে সোনা, রুপো, বাসন, কাপড় ও অন্যান্য জিনিস কেনার শুভ মুহূর্ত ২২ অক্টোবর থেকে শুরু হয়ে যাবে ৷ কেনার জন্য শুভ মুহূর্ত হচ্ছে ২২ অক্টোবর শনিবার সকাল ৫:০২ মিনিট থেকে ৬:২৭ মিনিট, বিকেল ৬:০২ মিনিট থেকে ৭:২০ মিনিট, এবং রাত ৮:৫৫ মিনিট থেকে রাত ১:৫৬ মিনিট ৷

২৩ অক্টোবর সোনার কেনার শুভ সয়য় হচ্ছে সকাল ৬:২৭ মিনিট থেকে সন্ধে ৬:০৩ মিনিট পর্যন্ত ৷ এই দিনের অন্য মুহূর্ত রয়েছে ৮:০২ মিনিট থেকে দুপুর ১২:২৩ মিনিট পর্যন্ত, দুপুর ১:৫০ মিনিট থেকে ৩:১৬ মিনিট পর্যন্ত এবং সন্ধে ৫:৪৪ মিনিট থেকে ০৬.০৩ মিনিট পর্যন্ত ৷

ধনতেরাসের চৌঘড়িয়া ও কেনাকাটার শুভ মুহূর্ত (Dhanteras 2022 Shopping Time)

সাধারণত শুভ, চর, লাভ, অমৃত চৌঘড়িয়া সময়কালে কেনাকাটার বিশেষ মুহুর্ত মানা হয়।

শুভ চৌঘড়িয়া সময়কালসকাল ৭টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত। এই সময়ে সোনা, পিতল, জমি, বাড়ি কেনা শুভ।চর চৌঘড়িয়া সময়কাল দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়ে গাড়ি, হীরে, ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনার বিশেষ সময়। লাভ চৌঘড়িয়া সময়কাল দুপুর ১টা ৩০ মিনিট থেকে ৩টে পর্যন্ত। এ সময় তামার বাসন, সোনা, ইলেকট্রনিক্স জিনিস কেনা শুভ।অমৃত চৌঘড়িয়া সময়কাল দুপুর ৩টে থেকে ৪টে ৩০ মিনিট পর্যন্ত। রুপো, পিতল, সোনা, জমি, বাড়ি কেনার জন্য এই সময়টি শুভ।লাভ চৌঘড়িয়া সময়কাল সন্ধ্যা ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত। এই সময়ে তামার বাসন, সোনা, ইলেক্ট্রনিক্সের সরঞ্জাম, গাড়ি কিনতে পারেন।শুভ চৌঘড়িয়া সময়কাল সন্ধ্যা ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত। সোনা, পিতল, জমি-বাড়ি কেনা অত্যন্ত শুভ।অমৃত চৌঘড়িয়া সময়কাল রাত ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত। রুপো, পিতল, সোনা, জমি, বাড়ি কেনা শুভ।

ধনতেরাসের অশুভ চৌঘড়িয়া, এ সময় ভুলেও কেনাকাটা করবেন নাঃ-

কাল চৌঘড়িয়া- সকাল ৬টা থেকে ৭টা মিনিট পর্যন্ত।রোগ চৌঘড়িয়া- সকাল ৯টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত।উদ্বেগ চৌঘড়িয়া- সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১২টা পর্যন্ত।কাল চৌঘড়িয়া- দুপুর ৪টে ৩০ মিনিট থেকে ৬টা পর্যন্ত।উদ্বেগ চৌঘড়িয়া- সন্ধ্যা ৭টা ৩০ মিনিট থেকে ৯টা পর্যন্ত।