সোনা। Representational Image | (Photo Credits: IANS)

Dhanteras 2019: ধনাত্রয়োদশী বা ধনবত্রী ত্রয়োদশী। ধনতেরস শব্দের অর্থ হলো সমৃদ্ধি এবং সম্পদ। দীপাবলীর সময় যে লক্ষ্মীপুজো হয় তার দু দিন আগে পালিত হয় ধনতেরাস। দামি ধাতু কিনে সম্পদের দেবতা কুবের-এর পুজো হয় এদিন। 'ধন' শব্দের অর্থ সম্পত্তি। ত্রয়োদশী শব্দের অর্থ হিন্দু ক্যালেন্ডারের ১৩তম দিন। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের তেরোতম দিনে হয় ধনতেরাস। পাঁচ দিন ধরে চলা দীপাবলী উৎসবের শুরুটা হচ্ছে ধনতেরাস দিয়েই। বছরের সবচেয়ে শুভ দিন মনে করা হয় ধনতেরসকে।

বিশ্বাস করা হয় ধনতেরসে লক্ষ্মী স্বয়ং আসেন গৃহস্থের বাড়িতে। আর সমৃদ্ধি লাভের জন্যই ধাতু কেনার হিড়িক পড়ে। শাস্ত্র অনুযায়ী, ধনতেরসে নিজের ক্ষমতা অনুযায়ী, যে কোনও শুদ্ধ ধাতুই কেনা মঙ্গলজনক। পাশাপাশি ধনতেরসে লক্ষ্মী-গণেশের ছবি কেনা অত্য়ন্ত মঙ্গলজনক।  আরও পড়ুন-প্যারালিম্পিকে সোনাজয়ীর  স্বেচ্ছামৃত্যু

কবে হবে ধনতেরস- ২৫ অক্টোবর, শুক্রবার।

ধনতেরসের তিথি: চলতি বছর ত্রয়োদশীর দিন সন্ধ্যে ৭:০৮ মিনিট থেকে পড়ছে। পরদিন, শনিবার দুপুর ৩:৪৭ মিনিট পর্যন্ত থাকবে এই তিথি।

কখন হবে ধনতেরাস প্রার্থনা- ২৫ অক্টোবর, সন্ধ্যা ৭.০৮ থেকে ৮.২০টার মধ্যে।

সোনা কেনার শুভ যোগ- ধনতেরসের প্রদোষকাল শুরু হবে ২৫ অক্টোবর বিকেল ৫:৪২ মিনিট থেকে, শেষ হবে সন্ধ্যে ৮:১৫ মিনিটে। এমন সময়ের মাঝেই সোনা কেনা শুভ বলে দাবি শাস্ত্রজ্ঞদের।