Dev Deepawali 2025: আজ কার্তিক পূর্ণিমা (Kartik Purnima)। আর এই দিনেই পড়েছে দেব দীপাবলি। মনে করা হয়, এই দেব দীপাবলিতে স্বর্গ থেকে মর্তে নেমে আসেন দেবতারা। গঙ্গা স্নান সেরে, তাঁরা প্রদীপ জ্বালান। দেবতাদের এই দীপাবলিকেই দেব দীপাবলি হিসেবে চিহ্নিত করা হয়। তাই হিন্দু ধর্মে দেব দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে।
পৌরাণিক কাহিনী অনুযায়ী, এই দিন রাক্ষস ত্রিপুরাসুরকে বধ করেছিলেন মহাদেব। তাই দেবতারা আনন্দে মর্তে নেমে আসেন। গঙ্গা স্নান সেরে, তাঁরা প্রদীপ জ্বালান। দেবতাদের এই প্রদীপ জ্বালানোর ক্ষণকেই দেব দীপাবলি হিসেবে পালন করেন মানুষ।
সন্ধে প্রায় নামতে চলেছে। তাই দেব দীপাবলি উপলক্ষ্যে আপনার ঘরের কোথায় কোথায় প্রদীপ জ্বালাবেন, যা আপনার দুর্ভাগ্যকে দূরে ঠেলে দেবে জীবন থেকে দেখে নিন...
দেব দীপাবলিতে মন্দিরে প্রদীপ জ্বালান। মন্দির অর্থাৎ যেখানে আপনার ঠাকুরের সিংহাসন রয়েছে, সেখানে প্রদীপ জ্বালান। ঠাকুরের সিংহাসনে প্রদীপ জ্বালাতে ভুলবেন না।
ঈশ্বান কোনে অর্থাৎ ঘরের উত্তর-পূর্ব দিকে প্রদীপ জ্বালান।
দেব দীপাবলিতে আপনার রান্নাঘরে প্রদীপ জ্বালাতে ভুলবেন না। বাস্তু শাস্ত্র অনুযায়ী, রান্নাঘরে যে শুধু খাবার তৈরি হয় তা নয়, ঘরের এই অংশ থেকেই সংসারের শ্রীবৃদ্ধির উৎস তৈরি হয়।
তুলসী মঞ্চে এইদিন প্রদীপ (Diya/Lamp) জ্বালাতে ভুলবেন না। শুদ্ধতার প্রতীক এই তুলসী মঞ্চ। তাই এখানে অবশ্যই প্রদীপ জ্বালান।
ঘরের প্রধান দরজার বাইরে প্রদীপ জ্বালান মনে করে। ঘরের মুখ্য দরজার বাইরে প্রদীপ জ্বালিয়ে শক্তিকে আহ্বান করুন। যা আপনার সংসারের শ্রীবৃদ্ধি তরান্বিত করবে।