মহালয়ার (Mahalaya 2025) দিন থেকে দেবীপক্ষের সূচনা হলেও মা দুর্গার (Durga) বোধন হয় ষষ্ঠীতেই। আজ, ২৮ সেপ্টেম্বর রবিবার দুর্গাষষ্ঠী। কথিত আছে দেবীর বোধনের সঙ্গে রামায়ণের যোগ রয়েছে। বলা হয়, রাবণকে বিনাশ করার জন্য শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন ভগবান রামচন্দ্র। সেই কারণেই এই পুজাকে ‘অকালবোধন’ বলা হয়। পুজোর আগে বোধনের মাধ্যমেই দেবীর নিদ্রাভঙ্গ করা হয়েছিল বলে পুরাণে উল্লেখ রয়েছে।
চলতি বছর কখন পড়েছে ষষ্ঠী পুজোর সময়?
২৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৬.৪৩ থেকে ২৮ সেপ্টেম্বর সকাল ১০.৪৩ পর্যন্ত থাকবে ষষ্ঠী তিথি।
ষষ্ঠী পুজোর নিয়মঃ
কল্পারম্ভ দিয়ে শুরু হয় দুর্গার বোধন। এরপর ঘট ও জলেপূর্ণ একটি তামার পাত্র মণ্ডপের কোণে স্থাপন করা হয়। বোধনের পর শুরু হয় অধিবাস পর্ব। ঘটের চারপাশে তীরকাঠিতে সুতো জড়িয়ে মাকে আমন্ত্রণ জানানো হয়। বোধনের মাধ্যমেই মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। এরপর মায়ের হাতে তুলে দেওয়া হয় অস্ত্র। এদিন দেবী দুর্গা ও তাঁর চার সন্তানের সঙ্গে মহিষাসুরকেও পুজো করা হয়।
দুর্গাষষ্ঠীর টোটকাঃ
- এদিন সন্তানের মঙ্গলকামনায় উপবাস রাখতে পারেন।
- ষষ্ঠীতে বাড়িতে কলা গাছ লাগানো শুভ বলে বিবেচিত হয়। এতে ব্যবসায় উন্নতি আসে।
- এদিন কলাপাতায় পাঁচ রকম ফল নিয়ে মায়ের চরণে নিবেদন করুন। পুজো শেষে তা প্রসাদ হিসেবে বিতরণ করুন। কিন্তু যদি আপনি পুজো দেন তবে নিজে এই ফল গ্রহণ করবেন না।