দেখতে দেখতে শেষের মুখে বাঙালির প্রিয় পার্বণ শারদোৎসব। আজ বিজয়া দশমী। এই দিনেই রাজা রামচন্দ্র রাবণ বধ করেছিলেন। বিজয়া দশমী মানেই বড়দের আশীর্বাদ প্রাপ্তি, ছোটদের ভালোবাসা জানানো। আর সবকিছুর শেষে আবার পরের বছরের জন্য শুরু হয় অপেক্ষা। মাকে বিদায় জানানোর পর এই দিন প্রীতি বিনিময়ের দীর্ঘ রীতি প্রচলিত রয়েছে। রয়েছে প্রিয়জন ও পরিচিতদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানানোর রীতি। দশমীর পুণ্য তিথিতে পরিচিতদের পাঠিয়ে দিন লেটেস্টলি বাংলার এই শুভেচ্ছাবার্তা।
