দেখতে দেখতে চলেই এল মন ভার করা নবমী নিশি। আজকের রাত ফুরোলেই মায়ের বিদায় নেওয়ার পালা। কারণ কালই যে বিজয়া দশমী। বিজয়া দশমী উপলক্ষে পরিবার পরিজনের সকলে সম্মিলিত হন। ছোটরা বড়দের প্রণাম করে। বড়রা ছোটদের আশীর্বাদ করেন। বন্ধুদের মধ্যে প্রীতি বিনিময়ের পালা চলে। কিন্তু এই বিজয়া দশমীর আরেকটি বড় দিক হল প্রিয়জনদের শুভেচ্ছাজ্ঞাপন। ফেসবুক, হোয়াটসঅ্যাপসহ নানা মাধ্যমে শুভেচ্ছাবার্তা লিখে পাঠানোর রীতি এই দিন। আপনার প্রিয়জনকেও একই ভাবে জানান শুভেচ্ছা। কী লিখবেন? রইল লেটেস্টলি বাংলার শুভেচ্ছাপত্র-

Vijaya Dashami Msg_বিজয়া দশমী ২৫