Bhoot Chaturdashi 2025: রবিবার অর্থাৎ ১৯ অক্টোবর ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi)। অনেকে এই দিনটিকে কালী চৌদস বা নারকা চতুর্থী হিসেবেও পালন করেন। বাংলায় যখন দীপাবলির আগের দিনটিকে ভূত চতুর্দশী হিসেবে পালন করা হয়, পশ্চিম ভারতের মানুষজন এটিকে পালন করেন কালী চৌদস (Kali Chaudas) বা নারকা চতুর্থী হিসেবে। অনেক জায়গায়, ভূত চতুর্দশীকে কালরাত্রি হিসেবে পালন করা হয়।
রবিবার ভূত চতুর্দশী এবং কালী চৌদস পড়েছে। তাই এইদিন বাঙালি চোদ্দ শাক খেয়ে, চোদ্দ প্রদীপ জ্বালাবে। নিজের ঘর বা বাড়ির ধারপাশে যাতে ভূত, প্রেত আসতে না পারে, তার জন্যই ভূত চতুর্দশীতে জ্বালানো হয় ১৪ প্রদীপ।
আরও পড়ুন: Bhoot Chaturdashi 2025: ভূত চতুর্দশীতে চোদ্দ শাক তো খাবেন, কী কী কিনবেন জানেন তো?
ভূত চতুর্দশী এবং কালী চৌদসের তারিখ এবং তিথি
রবিবার ১৯ অক্টোবর পড়েছে ভূত চতুর্দশী বা কালী চৌদস
কালী চৌদসের মুহূরৎ পড়েছে রাত ১০.৫৭ মিনিট থেকে।
মুহূরৎ শেষ হবে ১১.৪৬ মিনিটে।
ভূত চতুর্দশী তিথি শুরু হচ্ছে ১৯ অক্টোবর দুপুর ১.৫১ মিনিটে।
শেষ হচ্ছে ২০ অক্টোবর ৩.৪৪ মিনিটে
কেন পালন করা হয় ভূত চতুর্দশী
ভূত চতুর্দশীকে চোদ্দ শাক খেয়ে চোদ্দ প্রদীপ জ্বালানো হয় নেগেটিভ এনার্জি থেকে দূরে থাকতে।
এইদিন ১৪ প্রদীপ জ্বালিয়ে পূর্ব পুরুষের আত্মাকে সম্মান জানানো হয়।
১৪ প্রদীপ জ্বালিয়ে নিজের মধ্যে আরও বেশি করে ধর্মীয় ভাব জাগ্রত করা হয়।
গুরুত্বপূর্ণ কথা
কালী চৌদসের সঙ্গে বূত চতুর্থীকে গুলিয়ে ফেলবেন না। কালী চৌদস মূলত পশ্চিম ভারত অর্থাৎ গুজরাটে পালন করা হয়। যাকে কালরাত্রি হিসেবেও পালন করেন অনেকে।
ভূত চতুর্দশী পশ্চিমবঙ্গ জুড়ে পালিত হয়। দীপাবলির ঠিক আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয়। ওইদিন দুপুরে যেমন চোদ্দ শাকের সঙ্গে বিভিন্ন বিশ্বাস জড়িয়ে, তেমনি ১৪ প্রদীপ জ্বালিয়ে সমস্ত নেতিবাচক প্রভাব থেকে পরিবারকে রক্ষার রীতি প্রচলিত।