Bhoot Chaturdashi (Photo Credit: Latestly)

Bhoot Chaturdashi 2025:  আগামী রবিবার ভূত চতুর্দশী (Bhoot Chaturdashi 2025)। ধনতেরাসের পরদিন এবং দীপাবলি বা কালী পুজোর (Kali Puja) আগের দিন ভূত চতুর্দশী পালন করা হয় দেশের বিভিন্ন জায়গায়। বিশেষ করে বাংলায়। ভূত চতুর্দশীতে চোদ্দ শাক খাওয়ার চল রয়েছে বাঙালির মধ্যে। দুপুরে চোদ্দ শাক খেয়ে, রাতে ১৪ প্রদীপ জ্বালিয়ে বাঙালি ভূত চতুর্দশী পালন করে।

ভূত চতুর্দশী বা কালী চৌদসে চোদ্দ শাক খেয়ে, সন্ধ্যায় ১৪ প্রদীপ জ্বালানো হয়। ঘরের প্রত্যেকটি অন্ধকার কোণায় জ্বালানো হয় আলো। জানলা, দরজার কোনা থেকে, ঘরের কোনা, প্রত্যেকটি জায়গায় যাতে আলো পৌঁছে যায়, সেই ব্যবস্থা করা বয় ভূত চতুর্দশীতে। কালী পুজোর ঠিক আগের দিন বাংলা জুড়ে যে ভূত চতুর্দশী পালন করা হয়, বাঙালি জীবনে তার মাহাত্ম্যই আলাদা।

আরও পড়ুন: Diwali 2025: দীপাবলিতে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ যোগ, ধনসম্পত্তি থেকে প্রেম জীবন, কোন কোন রাশি মালামাল হতে চলেছে

ভূত চতুর্দশী পালনের পিছনে কোন কাহিনী রয়েছে...

মনে করা হয়, দীপাবলির আগের দিন ভূত, প্রেতাত্মারা সব পৃথিবীতে চলাফেরা করে। তাদের প্রভাব যাতে মানুষের জীবনে না পড়ে, তার জন্যই জ্বালানো হয় চোদ্দ প্রদীপ। আবার অনেকে মনে করেন, ওইদিন পূর্ব পুরুষের আত্মারা পৃথিবীতে নামেন। মর্তলোকে পূর্ব পুরুষের আত্মারা যাতে কারও কোনও ক্ষতি করতে না পারেন, তার জন্যই চতুর্দশীতে চোদ্দ প্রদীপ জ্বালানো হয়।

ভূত চতুর্দশীতে অনেকে ১৪ প্রদীপের জায়গায় ১৪টি মোমবাতিও জ্বালান।

কেন ভূত চতুর্দশীতে প্রদীপ জ্বালানো হয়?

ভূত, প্রেত সব আলো দেখলে ভয় পায়, তাই কালী পুজোর আগের দিন ১৪ প্রদীপ দেখিয়ে ভূত, প্রেতের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করেন মানুষ। নিজেদের বাড়ির সীমানা থেকে ভূত, প্রেতকে দূরে রাখতেই প্রদীপ জ্বালানোর চল রয়েছে।

ভূত চতুর্দশী এবং হ্যালোউইন ফেস্টিভ্য়াল কি এক?

বিদেশি হ্যালোউইন ফেস্টিভ্যালের বাংলা সংস্করণ হল ভূত চতুর্দশী। যা গোটা বাংলা জুড়ে পালন করা হয়।