Bhoot Chaturdashi 2025: আগামী ১৯ অক্টোবর ভূত চতুর্দশী। ওইদিন চোদ্দ প্রদীপ যেমন জ্বালাতে হয়, তেমনি চোদ্দ শাক খাওয়ারও নিয়ম রয়েছে। তাই ধনতেরাসের পরদিন এবং দীপাবলির আগের দিন যে ভূত চতুর্দশী পালন করা হয়, ওইদিন বাঙালির ঘরে ঘরে ১৪ শাক খাওয়ার চল রয়েছে।
ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর আগে দুপুরে ভাতের পাতে শাক খাওয়া হয়। চোদ্দ শাক খেয়ে তবেই চোদ্দ প্রদীপ জ্বালাতে হয়। এমন নিয়ম রয়েছে ভূত চতুর্দশীতে।
দীপাবলির আগের দিন যে চোদ্দ শাক খাওয়ার রীতি রয়েছে, তার মধ্যে কোন কোন শাক রয়েছে, তার তালিকা দেখে নিন...
ভূত চতুর্দশীর চোদ্দ শাকের মধ্যে সবচেয়ে গুকুত্বপূর্ণ ওল
শাকের মধ্যে রয়েছে কেঁউ
বেতো
কালকাসুন্দে
সরষে
নিম
জয়ন্তী
শাঞ্চে শাক
গুলঞ্চ
থানকুনি
পাট
পুঁই
পালং
মেথি