Eid al-Adha 2021 Wishes In Bengali: ইদ-উল-আজহা, ইদ-আল-আধা কিংবা বকরি ইদ, মুসলিম ধর্মের অন্যতম পবিত্র উৎসব। বকরি ইদ দিয়েই শেষ হয় মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এই উৎসব আত্মত্যাগের-কুরবানির উৎসব। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি বকরি ইদের দিন ঘোষণা করেন। আগামী কাল বুধবার ২১ জুলাই পালন করা হবে কুরবানির ইদ। রমজান মাস শেষ হওয়ার কমবেশি ৭০ দিন পরে ইসলামিক ক্যালেন্ডার জিলহজ মাসের ১০ তারিখে কুরবানির ইদ পালন করা হয়।
Eid al-Adha Messages: ইদ-আল-আধা মোবারক
হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় এই ইদ-আল-আধা। এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কুরবানি দেন ধর্মপ্রাণ মুসলিমরা। করোনা আবহে প্রিয়জনের বাড়িতে গিয়ে উদযাপনের সুযোগ নেই৷ তাই বকরি ইদ উপলক্ষে বন্ধু স্বজনকে পাঠিয়ে দিন এই শুভেচ্ছা বার্তা৷
Eid al-Adha Messages: নতুন সকাল নতুন শুভ হোক ইদের দিন
Eid al-Adha Messages: আল্লাহ সকলের মঙ্গল করুক, বকরি ইদ মোবারক