মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এই উৎসব আত্মত্যাগের-কোরবানির উৎসব। বকরি ইদ দিয়েই শেষ হয় মুসলমানদের পবিত্রতম অনুষ্ঠানগুলি। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি বকরি ইদের দিন ঘোষণা করেন। চলতি বছরে ভারতে ১ অগাস্ট পালন করা হবে কোরবানির ইদ। রমজান মাস শেষ হওয়ার কমবেশি ৭০ দিন পরে ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কোরবানির ইদ পালন করা হয়। হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় এই ইদ-আল-আধা (Eid al-Adha 2020)। এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা বলি দেন মুসলিমরা।