বকরি ইদ মোবারক

মুসলিম ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ হজযাত্রা, এই উৎসব আত্মত্যাগের-কোরবানির উৎসব। বকরি ইদ দিয়েই শেষ হয় মুসলমানদের পবিত্রতম অনুষ্ঠানগুলি। দিল্লির জামা মসজিদের শাহি ইমাম সৈয়দ আহমেদ বুখারি বকরি ইদের দিন ঘোষণা করেন। চলতি বছরে ভারতে ১ অগাস্ট পালন করা হবে কোরবানির ইদ। রমজান মাস শেষ হওয়ার কমবেশি ৭০ দিন পরে ইসলামিক ক্যালেন্ডার জিরহজ মাসের ১০ তারিখে কোরবানির ইদ পালন করা হয়। হিজরি ক্যালেন্ডারের দ্বাদশ ও শেষ মাস ধুল হিজার দশম দিনে পালিত হয় এই ইদ-আল-আধা (Eid al-Adha 2020)। এদিনে নামাজ শেষে মূলত আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানি বা বলি দেন মুসলিমরা।

বকরি ইদ মোবারক
ইদ-আল-আধা মোবারক
ইদ-উল-আজহা
সকলকে বকরি ইদের শুভেচ্ছা
নতুন সকাল নতুন দিন শুভ হোক ইদের দিন
আল্লাহ তোমার মঙ্গল করুক তোমার জীবন আনন্দে ভরিয়ে দিক বকরি ইদ মোবারক
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন/ পবিত্র উদ-উল আজাহার শুভেচ্ছো বকরি ইদ মোবারক