অযোধ্যা: আগামী ২৬ জানুয়ারির মধ্যে ভক্তদের (Pilgrims) জন্য খুলে  (open) দেওয়া হবে রাম মন্দিরের দরজা (Ram Mandir's gate)। বুধবার সাংবাদিকের মুখোমুখি হয়ে একথাই জানালেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) অযোধ্যার (Ayodhya) রাম মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র (Ram Mandir construction committee Chairman Nripendra Misra)। ডিসেম্বরের মধ্যে বিশালাকার এই মন্দিরের প্রথম দফার কাজ  (First phase) সম্পূর্ণ হয়ে যাবে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সংস্থা এএনআইয়ের সাংবাদিককের মুখোমুখি হয়ে নৃপেন্দ্র মিশ্র জানান, মন্দিরের প্রথমতলায় পাঁচটি মণ্ডপ থাকবে। যেখানে দেবতাদের মূর্তিগুলি (deity) প্রতিষ্ঠিত করা হবে। তবে প্রাণ প্রতিষ্ঠার (Pran Prathisth) দিন এখনও পর্যন্ত ঠিক করা হয়নি।

তিনি বলে, এএনআইয়ের মাধ্যমে মাধ্যমে আমরা ভক্তদের জানাতে চাইছে ২০২৪ সালের ২৬ জানুয়ারির আগে তাঁরা ভগবান রামকে (Lord Ram) তাঁর শিশু অবস্থায় (child form)দেখতে পাবেন।

নৃপেন্দ্র মিশ্র বলেন, "আমি আপনাদের নির্দিষ্ট কোনও দিন এই কারণে বলতে পারছি না যে প্রাণ প্রতিষ্ঠার শেষদিন প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন। তাই প্রধানমন্ত্রীর অফিস (PMO) থেকে তাঁর উপস্থিত থাকতে পারার দিনের কথা জানানো হলেই বিষয়টি চূড়ান্ত হবে। এখনও পর্যন্ত তারা কোনও দিন দেননি। আর এই ব্যাপারে আমরা প্রধানমন্ত্রীর দফতরের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাই।"