আসামের একটি দুর্গাপূজা মণ্ডপ একেবারে অন্যভাবে সাজানো হয়েছে। কয়েন দিয়ে সাজানো হয়েছে এই প্যান্ডেল। যে কারণে এই প্যান্ডেল হয়ে উঠেছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। আসামের (Assam) দুর্গাপূজা (Durga Puja) সংঘ এই প্যান্ডেলটি তৈরি করেছে। এই এক টাকা, দুই টাকা, পাঁচ টাকা ও দশ টাকার কয়েন ব্যবহার করে একটি সুন্দর পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে। প্যান্ডেলে মোট ১১ লাখ টাকার কয়েন ব্যবহার করা হয়েছে বলে প্যান্ডেল কমিটি সূত্রে খবর। এই দুর্গাপূজা সংঘের দাবি, দেশে প্রথমবারের মতো নগাঁওয়ের (Nagaon) শনি মন্দির দুর্গাপূজা সংঘ কয়েন ব্যবহার করে দুর্গাপূজা প্যান্ডেল সাজিয়েছে।
দেখুন
#WATCH | A unique Durga Puja pandal decorated with coins worth more than Rs 11 lakh has attracted people in Assam’s Nagaon district in this Durga Puja festival. pic.twitter.com/rrdCTaQi7c
— ANI (@ANI) October 21, 2023
এই প্যান্ডেলের ডিজাইন করেছেন শিল্পী রাজু চৌধুরী। তিনি জানান, গত বছর ভক্তদের দেওয়া অনুদান থেকে পাওয়া কয়েন এবং দুর্গোৎসব সমিতির সদস্যরা নিজেরা কয়েন সংগ্রহ করে প্যান্ডেল সাজিয়েছেন