কলকাতা, ১৮ অক্টোবর: পুজোর (Durga Puja 2020) আর মাত্র কয়েকদিন বাকি। ইতিমধেই বহু পুজোর উদ্বোধন হয়ে গেছে। এই বছর পুজো অন্য বছরের তুলনায় অন্য রমক। করোনা মহামারীরকে সঙ্গে নিয়েই পুজোয় মাতবে বাঙালি। যদিও সংক্রমণের ভয়। পুজোর দিনে প্যান্ডেলে ঘুরে বেড়ানোর পরিকল্পনা করে রেখেছেন এখন থেকেই, পছন্দের রেস্তরাঁতে পেটপুজোর সারার ইচ্ছা রয়েছে? তবে বলি সবটাই করতে হবে সাবধানে।
তাছাড়া আবার মাস্ক (Mask) পরার বিষয় রয়েছে। কারণ মাস্ক পরে আর তো খাওয়া যায় না। তাই চিন্তা একটা রয়েছেই। কেউ থুতনিতে, কেউ মাথায়, কেউ বা কানে ঝুলিয়ে রাখছেন মাস্ক। তবে আর চিন্তা করতে হবে না, কারণ কলকাতার কালীঘাটের একটি রেস্তরাঁ (Restaurants) অতিথিদের সুরক্ষার স্বার্থে অভিনব একটি মাস্কের ব্যবস্থা করেছ। অতিথিদের তারা একটি মাস্ক উপহার হিসেবে দিচ্ছে। যাতে রয়েছে চেন। চেন টাইলেই খুলে যাবে মুখ। তারপর মাস্ক পরেই পারবেন খেতে।
West Bengal: A restaurant in Kolkata is providing its customers with masks that have zips attached to them.
Owner of the restaurant says, "We're providing it to customers without any extra charges. However, it is not mandatory, they can wear it if they want to." #COVID19 pic.twitter.com/FQnhpak2fx
— ANI (@ANI) October 18, 2020
রেস্তরাঁর মালিক বলেন, "আমরা এটি কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই গ্রাহকদের প্রদান করছি। তবে এটি বাধ্যতামূলক নয়, চাইলে এটি পরা যেতে পারে।"