দীপাবলির পরে ভারতের অনেক অংশে দূষণ বৃদ্ধির জন্য ১০ নভেম্বর পালন করা হয় পরিবহন দিবস। এছাড়া ইউনেস্কোর উদ্যোগে ১০ নভেম্বর সারা বিশ্বে পালন করা হয় 'শান্তির জন্য বিশ্ব বিজ্ঞান দিবস'। ১০ নভেম্বরে শুধুমাত্র পরিবহন দিবস বা বিশ্ব বিজ্ঞান দিবস পালিত হয় না, আরও বিভিন্ন কারণে ১০ নভেম্বর ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। বিশ্বের প্রথম মোটরসাইকেল চালু হয়েছিল ১০ নভেম্বর দিনটিতে। চলুন জেনে নেওয়া যাক ১০ নভেম্বর দিনটিতে আর কি কি হয়েছিল...

১৬৫৯ সালের ১০ নভেম্বর প্রতাপগড় দুর্গের কাছে আফজাল খানকে হত্যা করেন শিবাজি। ১৬৯৮ সালের ১০ নভেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বিক্রি হয়ে যায় কলকাতা। ১৮৪৮ সালের ১০ নভেম্বর জন্ম হয় ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা সুরেন্দ্রনাথ ব্যানার্জির। ১৮৮৫ সালের ১০ নভেম্বর বিশ্বের প্রথম মোটরসাইকেল চালু করেন গটলিব ডেমলার। ১৯০৮ সালের ১০ নভেম্বর ভারতের স্বাধীনতার জন্য নিজেকে ফাঁসি দিয়ে আত্মাহুতি দিয়েছিলেন কানহাই লাল দত্ত।

১৯২০ সালের ১০ নভেম্বর জন্ম হয় জাতীয়তাবাদী ট্রেড ইউনিয়ন নেতা এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তোপন্ত ঠেঙ্গাদির। ১৯৮৩ সালের ১০ নভেম্বর সর্বজনীনভাবে উইন্ডোজ ১.০ চালু করেছিলেন বিল গেটস। ১৯৯০ সালের ১০ নভেম্বর ভারতের অষ্টম প্রধানমন্ত্রী হন চন্দ্রশেখর। ২০০০ সালের ১০ নভেম্বর গঙ্গা-মেকং সংযোগ প্রকল্পের কাজ শুরু হয়। এর মধ্যে রয়েছে ভারত, মায়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস এবং ভিয়েতনাম।

২০০১ সালের ১০ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। ২০০৬ সালের ১০ নভেম্বর খুন করা হয় শ্রীলঙ্কার তামিলপন্থী এমপি এন রবিরাজকে। ২০০৮ সালের ১০ নভেম্বর ভারত-কাতার সম্পর্ককে কৌশলগত গভীরতা প্রদান করে, উভয় দেশ মাস্কাটে প্রতিরক্ষা ও নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করা হয়। ২০১৩ সালের ১০ নভেম্বর মৃত্যু হয় রাজস্থানী ভাষার বিখ্যাত সাহিত্যিক বিজয়দান দেথার।