কলকাতা : এ বছর সারা বিশ্বে বাবাবাবা দিবস পালিত হবে ১৮ জুন। দিবস (Fathers Day) প্রত্যেক বাবাকে উৎসর্গ করা একটি বিশেষ দিন। মা তার অনুভূতি প্রকাশ করেন কিন্তু অনেক বাবাই তার কঠোর মুখের আড়ালে সন্তানের প্রতি স্নেহ ও উদ্বেগের অনুভূতি লুকিয়ে রাখেন। শিশুরাও যেভাবে তাদের মনের কথা সহজে মাকে বলে, হয়তো সেভাবে বাবাকে বলতে পারে না। বাবার প্রতি ভালোবাসাটাও সবসময় হয়ত প্রকাশ করা হয়ে ওঠে না। তবে এই বাবা দিবসে বাবাকে বিশেষ কী উপহার দেওয়া যায় দেখে নিন।
ছবির কোলাজ
বাবাকে তাঁর জীবনের সুন্দর মুহূর্তগুলোর ছবি কোলাজ করে স্মৃতিচারণ করাতে পারেন। পাসাপাশি আপনার নিজের বাবার সঙ্গে তোলা বিশেষ অনুষ্ঠানের ছবি একসঙ্গে করে একটি কোলাজ তৈরি করতে পারেন। এছাড়া বাবার কলেজের দিনের ছবি, বাবা এবং মায়ের বিয়ের ছবি, তার বাবা-মায়ের সঙ্গে যে কোনও ছবি দিয়ে একটি কোলাজ তৈরি করুন। সেটি ফ্রেমবন্দী করে তাঁকে উপহার দিন।
মিউজিক সিস্টেম
বাবা যদি গান শুনতে পছন্দ করেন, তাহলে একটি মিউজিক প্লেয়ার উপহার হিসেবে দেওয়া যেতে পারে। পুরানো চিরসবুজ গান বা তাঁর পছন্দের গানের লিস্ট মিউজিক প্লেয়ারে লোড করুন। সন্ধ্যায় অফিস থেকে ফিরলে আপনার উপহারে পেয়ে তিনি অনেকটাই আপ্লুত হতে পারেন। আপনি যদি কম বাজেটেরও মিউজিক প্লেয়ার কিনতে চান সেক্ষেত্রে অনলাইনে অনেক অপশন পাবেন।
ম্যাসাজ মেশিন
সারাদিন অফিসের কাজ শেষে বাবা যখন বাড়ি ফেরেন, তখন তাঁর মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট দেখা যায়। বাবার ক্লান্তি কমাতে এবং শরীরের ব্যথা থেকে মুক্তি পেতে তাঁকে বাজেট অনুযায়ী ম্যাসাজ বালিশ বা ম্যাসাজ মেশিন উপহার দিতে পারেন। বাজারে অনেক ধরনের ম্যাসাজ মেশিন পাওয়া যায়। তাই আপনার বাজেট অনুযায়ী ম্যাসাজ মেশিন বা বালিশ খুব সহজেই পেয়ে যাবেন।
চশমা
বাবারা নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলি বাদ রেখে আগে সন্তান্দের চাহিদা পূরণ করেন। নিজের জিনিশসগুলি পরের মাসে বা অন্য কোনও সময় কিনবেন ভাবেন। আবাবার কোনও কোনও জিনিস তারা বছরের পর বছর ধরে ব্যবহার করে থাকেন। আপনার বাবা যদি চশমা ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই বাবা দিবসে বাবাকে একটা নতুন চশমা উপহার দিতে পারেন । আরও পড়ুন : Fathers Day 2023: বিশ্ব বাবা দিবস কবে? জানুন দিনটি উদযাপনের ইতিহাস