
সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় বাংলাদেশি ইউটিউবার ও ডিজিটাল ক্রিয়েটার জান্নাত তোহা। সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে অসংখ্য মানুষ ফলো করে জান্নাতকে। প্রায় প্রতিদিনই বিভিন্ন মুহূর্তের ছবি সঙ্গে ভিডিও ও রিল পোস্ট করেন তিনি৷ তবে বেশিরভাগ সময় বিভিন্ন জনপ্রিয় গানের উপর রিল ও ভিডিও তৈরি করে পোস্ট করেন জান্নাত। এছাড়া ইউটিউবে ভ্লগও করেন জান্নাত এবং তার এই ভ্লগ খুব পছন্দ করে অনেকেই। তবে জান্নাতের এই ভ্লগ অল্পবয়সীদের মধ্যে বেশি জনপ্রিয়।
সম্প্রতি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে লেহেঙ্গা পরে রিল ও ছবি শেয়ার করেছেন জান্নাত তোহা। ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে গোলাপি রঙের লেহেঙ্গা এবং ওড়না পরেছেন তিনি। হালকা মেকআপ ও খোলা চুলে গানের উপর নাচের রিল এবং ছবি পোস্ট করেছেন জান্নাত। ভিডিওতে কোমর দুলিয়ে নাচ করতে দেখা যায় এবং ছবিতেও খুব সুন্দর দেখতে লাগছে জান্নাতকে।